চান্দিনা প্রতিনিধি ● রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন- ‘যখনই আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসে, তখনই উন্নয়নের জোয়াগ ঘটে। গত সাত বছর দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন দেখে অবাক হয়েছে বিশ্ববাসী।
বৃহস্পতিবার বিকেলে চান্দিনা উপজেলার অম্বরপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভা ও বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ খাতের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী আরও বলেন, আগামী ৬ মাসের মধ্যে চান্দিনা উপজেলার শতভাগ পরিবার বিদ্যুতায়িত হবে এবং এক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি পরিবার বিদ্যুত সুবিধা পাবে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি ষ্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, জেলা প্রশাসক জাহাংগীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জুনিয়র ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, যুগ্ম সম্পাদক দীপক মজুমদার, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, মহিচাইল ইউপি চেয়ারম্যান একেএম রুহুল আমিন, গল্লাই ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বাড়েরা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, বরকরই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শিপন, পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, কাউন্সিলর সুরুজ ভূইয়া, বাতাঘাসী ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা নির্মল চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, ইউপি যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদ আব্দুল অদুদ মুহুরী, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মনু মেম্বার, মফিজ মেম্বার প্রমুখ।
পরে মহিচাইল ইউনিয়নের অম্বরপুর-মনিপুর ও পেরিয়া গ্রামে এক কোটি আট চল্লিশ লক্ষ ঊনিশ হাজার টাকা ব্যয়ে ২.৮৮ কিলোমিটার এলাকার ২৫২টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রী চান্দিনায় পৌঁছে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, দোল্লাই নবাবপুর কলেজ ও দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ছাত্র-শিক্ষকদের সাথে পৃথক আলোচনা সভা করেন।
The post বাংলার উন্নয়নে অবাক বিশ্ববাসী —রেলমন্ত্রী মুজিব appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jaYKeC
January 12, 2017 at 08:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন