ঢাকা, ২১ জানুয়ারি- ন্যা মির্জা বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টিভি অভিনেত্রী। তবে তিনি টিভি নাটকে অভিনয় করে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। তিনি অল্প সংখ্যাক কিছু চলচ্চিত্রতেও অভিনয় করেছেন। তার মধ্যে হেডমাস্টার, শরৎ, রাবেয়া, পিতা ইত্যাদি। সাম্প্রতিককালে বন্যা মির্জার সাথে কথা বলে জানা যায় যে, তিনি অফিস-সংক্রান্ত কাজ নিয়েই বেশি ব্যস্ত। বর্তমানে বাংলা ট্রিবিউন এ মার্কেটিং ও ব্র্যান্ড কনসালটেন্ট প্রধান হিসেবে আছেন। সেখানেই দিনের অধিকাংশ সময় কেটে যায় তার। এছাড়া অবসর সময়ে তিনি দুয়েকটি মঞ্চ নাটক ও থিয়েটারে অভিনয় এবং চ্যানেল ৭১ এ উপস্থাপক হিসেবেও কাজ করেন। বন্যা মির্জার পিতা মির্জা ফারুক, একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার মা খুরশিদা আক্তার একজন গৃহিণী। বন্যা মির্জা বাবা মায়ের দ্বিতীয় মেয়ে। তার অন্যান্য ভাইবোনেরা হলেন লিপি মির্জা, সুমি মির্জা এবং সাদি মির্জা। ২০১০ সালে বিয়ে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরীকে। উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি ঢাকার বেইলি রোডের থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়ে পড়েন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন। বন্যা মির্জা বাংলাদেশী টিভি চ্যানেলগুলিতে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন। আর/১০:১৪/২১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kbWL7l
January 22, 2017 at 12:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top