ঢাকা, ০৭ জানুয়ারি- নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে নতুন মুখ পেসার তাসকিন আহমেদ। তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি মুস্তাফিজুর রহমানকে। কাঁধের ইনজুরিতে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সীমিত ওভারের ক্রিকেটে ফিরেছিলেন মুস্তাফিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ওয়ানডেতে খেলেননি কাটার মাস্টার। সদ্যই ইনজুরি থেকে ফেরায় মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেননি নির্বাচকরা। তাসকিন ছাড়াও এই স্কোয়াডের আরেক নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এ ছাড়া এই স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন ও শুভাশিষ রায়ও। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল জানিয়েছে বিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭৭ রানের পর দ্বিতীয়টিতে ৬৭ রান ও শেষ ম্যাচে আট উইকেটে হারে সফরকারীরা।এরপর তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ছয় উইকেটে আর দ্বিতীয়টিতে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ। আগামী রোববার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম টেস্টে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ২০ জানুয়ারি থেকে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে গড়াবে। প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শুভাশিষ রায়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hZAZXv
January 07, 2017 at 05:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top