এমসি কলেজে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের সশস্ত্র ধাওয়া

kcসোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ছাত্রলীগের ধাওয়ার মুখে টিকে থাকতে পারেনি ছাত্রদল।

জানা গেছে, এমসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সকালে আনন্দ মিছিল বের করে ছাত্রদল। এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসের দিকে যাওয়ার চেষ্টা করে।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা দা, রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানা অভিযোগ করে বলেন, ‘ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিল চলাকালে পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়েছে।’

তবে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী দাবি, এমসি কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদল নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। এসময় ‘সাধারণ শিক্ষার্থীরা’ ছাত্রদলকে বাধা দেয়।

এদিকে ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক সমাবেশ করে ছাত্রদল।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jKe0yQ

January 30, 2017 at 08:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top