বার্সেলোনা, ২০ জানুয়ারি- দল হিসেবে রিয়াল সোসিয়েদাদ খুব একটা শক্ত প্রতিপক্ষ নয়। বেশিরভাগ সময়ই লা লিগার পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে দেখা যায় সান সাবেস্তিয়ান শহরের এই ক্লাবটিকে। কিন্তু সোসিয়েদাদের মাঠে খেলতে গেলে যেন দিশেহারা হয়ে যায় ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। ইউরোপের বাঘা বাঘা সব ক্লাবকে ধরাশায়ী করে দিলেও সোসিয়েদাদের মাঠে কিছুতেই জয়ের দেখা পায় না কাতালানরা। গত এক দশকে আটটি ম্যাচে সোসিয়েদাদের মাঠে গিয়ে জয়ের দেখা পায়নি বার্সা। লা লিগার এবারের মৌসুমেও তারা মাঠ ছেড়েছিল ১-১ গোলের ড্র নিয়ে। গত নভেম্বরে সেই ম্যাচটিকে প্রায় অলৌকিক বলে মন্তব্য করেছিলেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। তবে শেষপর্যন্ত সেই সোসিয়েদাদ জুজু কাটাতে পেরেছেন এনরিকের শিষ্যরা। গতকাল বৃহস্পতিবার কোপা দেল রের ম্যাচে বার্সা পেয়েছে ১-০ গোলের জয়। ২১ মিনিটের মাথায় বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বাজেভাবে ফাউল করেছিলেন সোসিয়েদাদের ডিফেন্ডার অরিটজ ইলুস্টোনডো, সেটিও আবার পেনাল্টি বক্সের মধ্যে। ফলে পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ চলে আসে বার্সেলোনার সামনে। সেই সুযোগ কাজে লাগাতেও কোনো ভুল করেননি নেইমার। বার্সাকে এগিয়ে দিয়েছিলেন ১-০ গোলের ব্যবধানে। পরে আর গোলের দেখা পায়নি কোনো দলই। শেষপর্যন্ত এই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা। কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই জয় দিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে গতবারের শিরোপাজয়ীরা। আগামী ২৬ জানুয়ারি দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে শুধু ড্র করলেও বার্সা পেয়ে যাবে শেষ চারের টিকিট। কোপা দেল রের শেষ আটের প্রথম লেগে বড় ব্যবধানের জয় পেয়েছে আরেক শিরোপাপ্রত্যাশী আতলেতিকো মাদ্রিদ। নিজেদের মাঠে এইবারকে তারা হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jGdBhH
January 20, 2017 at 11:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন