উত্তরের বনবস্তিগুলির নতুন নাম হল ‘বনছায়া’

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, আলিপুরদুয়ারঃ উত্তরবঙ্গের পাহাড় ও জঙ্গল লাগোয়া গ্রামগুলি এতদিন ‘বনবস্তি’ নামেই পরিচিত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় ‘বনবস্তি’গুলির নতুন নাম হচ্ছে ‘বনছায়া’। এরজন্য ইতিমধ্যেই বন দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের সমস্ত ডিভিশন, রেঞ্জ এবং বিট অফিসে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নাম পরিবর্তনের এই বিষয়টি কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রককেও চিঠি লিখে রাজ্য জানিয়েছে বলে খবর। এখন থেকে কেউ আর ওইসব লোকালয়কে বনবস্তি নয়, নতুন নাম বনছায়া বলেই ডাকবে বলে বন দপ্তর জানিয়েছে।

জানা গিয়েছে, গত বছর উত্তরবঙ্গ সফরের সময় বনবস্তির নাম বদল করে ‘বনছায়া’ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি সেই নির্দেশ কার্যকরী করেছে বন দপ্তর। সমস্ত সরকারি কাগজপত্রেও ওই নামই লিখতে হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2jZyyRk

January 18, 2017 at 08:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top