রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দেশের রাষ্ট্রদূতরা কক্সবাজারে

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দেশের রাষ্ট্রদূতরা কক্সবাজারেমিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তিন দিনের সফরে কক্সবাজারে গেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতরা। ডেনিশ রাষ্ট্রদূত মিকায়েল হেমনিতি উইনথার, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন ও সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল এবং তাদের সিনিয়র কূটনীতিকরা রবিবার কক্সবাজারে পৌঁছান।



from প্রচ্ছদ http://ift.tt/2iDQh32

January 16, 2017 at 09:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top