মেলবোর্ন, ২৯ জানুয়ারি- বিশ্ব টেনিসের সব থেকে বড় লড়াই। মঞ্চ যাই হোক না কেন ফেডেরার-নাদাল যখন মুখোমুখি তখন ক্রীড়াবিশ্বের সমস্ত নজরই ঘুরে যায় সে দিকে। রবিবারের দুপুরে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেলবোর্ন পার্কে সেই যুদ্ধ দেখল গোটা বিশ্ব। যেখানে শেষ হাসি হাসলেন রজার ফেডেরার। ৩-২এ ম্যাচ ছিনিয়ে রাজার মতো ফিরলেন বিশ্ব টেনিসের এক সময়ের তারকা। ম্যাচের শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। কখনও ফেডেরার তো কখনও নাদাল। প্রথম সেট ফেডেরারের তো দ্বিতীয় সেট নাদালের। আবার তৃতীয় সেট ফেডেরার তুলে নেওয়ার পর চতুর্থ সেটে বাজিমাত নাদালের। ম্যাচ গড়াল পঞ্চম সেট পর্যন্ত। প্রথম সেট ৬-৪এ জিতে নিয়েছিলেন ফেডেরার। দ্বিতীয় সেট ৬-৩এ ছিল নাদালের। তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ফেডেরার। সেট শেষ হল ৬-১এ। চতুর্থ সেটে আবার ফিরলেন নাদাল। ফল ৬-৩। পঞ্চম সেট ফেডেরার জিতে নিলেন ৬-৩এ। সেখানেই শেষ হয়ে গেল সব জল্পনা। যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ হল ফেডেরারের জয় দিয়ে। মাঝের দুটো সেটে জ্বলে উঠেও শেষরক্ষা হল না নাদালের। কব্জির চোট সারিয়ে ফিরেছিলেন রাফায়েল নাদাল। যে কারণে গত বছর উইম্বলডন থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছিলেন। ২০১৪র পর আর কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছতে পারেননি এর আগে। উল্টোদিকে ফর্মে ফেরার অস্ট্রেলিয়ান ওপেন ছিল ফেডেক্সের সামনে। একইভাবে হাঁটুর সমস্যা কাটিয়ে ২০১৬তে ফিরলেও সেই ফর্ম ফিরে পাননি। নিজেকে এক পাএর মানুষ বলেই ব্যাখ্যা করতেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচারও করতে হয়েছিল। কঠিন রাস্তা পেড়িয়ে দুজনেই মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। শেষ হাসি যেই হাসুক না কেন দিনটি লেখা থাকল দুজনেরই নামে। ২০১১র পর এই প্রথম দুজন মুখোমুখি হলেন কোনও মেজর ফাইনালে। সে বার ফেডেরারকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতে নিয়েছিলেন নাদাল। ২০১৪র পর একইভাবে কোনও মেজর টুর্নামেন্ট জেতেননি ফেডেরারও। আর/১০:১৪/২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jjtprA
January 30, 2017 at 04:29AM
29 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top