মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: নেই সংস্কার। সড়কে বাড়ছে খানাখন্দ। দূর্ভোগ তাই প্রতিদিনের সঙ্গি এলাকাবাসীর। সড়কটি সংস্কারে উদাসিন রয়েছেন এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিস্ট কর্তৃপক্ষ। যেনও সড়কগুলো দেখার কেউ নেই। ফলে অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
এমন করুণদশা সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব শ্বাসরাম-নাজির বাজার সড়কের। ভাঙ্গনের ফলে সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অংসখ্য গর্ত। এর মধ্যে একাধিক স্থানে থাকা বড় গর্তগুলোকে মিনি পুকুর বলেও অভিহিত করেছেন এলাকাবাসী। আর এসব গর্তে পড়ে প্রতিদিনই ঘটছে ছোট-বড় একাধিক দূর্ঘটনা।
উপজেলার গুরুত্বপূর্ন একাধিক সড়কের মতো শ্বাসরাম-নাজির বাজার সড়কটি যথা সময়ে সংস্কার না হওয়ার কারণে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে রোগী, শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে তাই জীবনের ঝুঁকি নিয়েই যানবাহন চালানোর পাশাপাশি এলাকাবাসী চলাচল করছেন।
নাজির বাজারের ব্যবসায়ী কামাল বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার কোনো সংস্কার কাজ হচ্ছে না। যার ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। রাস্তাটি দ্রুত সংস্কার করা জরুরী।
এলাকার আবদুল মালিক বলেন, জনপ্রতিনিধি থাকলেও সড়কগুলো সংস্কারে সবাই উদাসিন। নিজেদের নিয়েই সবাই ব্যস্থ। জনগণের কথা চিন্তা করলে কিংবা জনদূর্ভোগ কমাতে সড়কগুলো সংস্কার করা জরুরী।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ih0pAd
January 12, 2017 at 10:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.