উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শনিবার ভোর থেকেই আমবাড়ি রেলগেটের দুপাশে যানবাহনের লম্বা লাইন। রেল লাইনে মেরামতের কাজ চলায় বিকেলে রেলগেট পুনরায় খোলা হবে বলে জানিয়েছেন মেরামতের কাজে নিযুক্ত কর্মীরা। বিকল্প পথের অভাবে নাজেহাল গাড়ির চালক ও যাত্রীরা ।
ডুয়ার্স এলাকায় যাতায়াতকারি প্রচুর যানবাহন শিলিগুড়ি বা কলকাতা অভিমুখে রওনা দেওয়ার সময় সেবকের পাহারি পথ এড়িয়ে চলতেই আমবাড়ি হয়ে এই পথ বেছে নেন। ওদলাবাড়ি,মালবাজার, চালসা, লাটাগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য এই এলাকা বহূল ব্যবহৃত।
গাড়ি চালকদের অভিযোগ,আগে থেকে নোটিশ দিলে নাজেহাল হতে হত না কাউকে। এদিকে সিঙ্গল রোড হওয়ায় পিছনে ফিরে যাওয়াও অসম্ভব। প্রতিদিন কয়েক হাজার মানুষ শিলিগুড়ি শহরে কাজের উদ্দেশ্যে যান এই পথে। তাই নাজেহাল হয়ে পড়েছেন সকলেই। দাবি উঠছে, রাতে ওই মেরামতের কাজ করার।
from Uttarbanga Sambad http://ift.tt/2kwHiPZ
January 28, 2017 at 12:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন