প্রশাসকদের নাম প্রস্তাবে বোর্ড, কেন্দ্রকে অনুমতি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ কেন্দ্র ও বিসিসিআইকে বোর্ডের প্রশাসকদের নাম নতুনভাবে প্রস্তাব করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আইসিসির বৈঠকে প্রতিনিধিত্ব করার জন্য তিনজনের নাম প্রস্তাব করতে বিসিসিআইকে নির্দেশ দিয়েছে বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ।

একইসঙ্গে বোর্ডের আইনজীবী কপিল সিবলকে মুখবন্ধ খামে প্রশাসকদের নাম জমা দেওয়ার কথা বলা হয়েছে। তবে, বেঞ্চের স্পষ্ট নির্দেশ, ওই ব্যক্তিদের বয়স ৭০ বছরের কম হতে হবে এবং  রাজ্য অথবা বোর্ডে ৯ বছরের বেশি সময় প্রশাসনিক পদে থাকলে চলবে না। সেইসঙ্গে কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকলে তাঁর নাম বোর্ডের প্রশাসকের জন্য প্রস্তাব করা যাবে না।

এদিন শুনানি চলাকালীন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আগামী ২ সপ্তাহের জন্য বিসিসিআই এর প্রশাসক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানান। তিনি বলেন, কেন্দ্র একটি ইউনিফর্ম স্পোর্টস কোড আনার কথা ভাবছে তাই শুনানি পিছিয়ে দেওয়া হোক। সেইসময় বেঞ্চ তাকে ভর্ৎসনা করে বলে যখন জুলাইয়ে রায় ঘোষণা করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? এরপরই বেঞ্চ ৩০ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঘোষণা করে।



from Uttarbanga Sambad http://ift.tt/2jUSIPx

January 24, 2017 at 07:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top