মুখ খুললেন না ঋদ্ধি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ আজ শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হয়ে এসেছিলেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। সাংবাদিকদের মুখোমুখি হলেও এড়িয়ে গেলেন অনেক প্রশ্নই।

উত্তরবঙ্গের ক্রিকেট নিয়ে নিজের মতামত তুলে ধরলেও ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক চালচিত্র নিয়ে একটি শব্দও খরচ করেননি ঋদ্ধি। তিনি বলেন, ‘মিডিয়া ম্যানেজারের বারণ রয়েছে। অনুমতি পেলে তবেই কিছু বলতে পারব।’

শিলিগুড়িতে ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নের ব্যপারে তাঁকে প্রশ্ন করা হলে সে বিষয়েও তিনি খুব একটা কিছু বলতে চাননি। বলেছেন, ‘একাগ্রতা, পরিশ্রম ও নিজের ওপর বিশ্বাস থাকলে তবেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব। তার জন্য পরিকাঠামোর প্রয়েজন হয় না।’ এছাড়া পরিকাঠামোর সামান্য উন্নতির কথাও তিনি স্বীকার করেন।

তিনি বলেন, ‘আগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা অনেক বেশি মাত্রায় টুর্নামেন্টের আয়োজন করলেও এখন তা ক্রমশ কমে যাচ্ছে। যার ফলে ক্রিকেটাররাও খেলার প্রতি তাদের আগ্রহ হারাচ্ছে এবং পুরো একাগ্রতার সঙ্গে খেলতে পারছে না।’



from Uttarbanga Sambad http://ift.tt/2ielCGX

January 05, 2017 at 05:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top