অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ উন্নত দেশ গড়তে হবে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তারই লক্ষে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। জননেত্রী স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের জনগনকে। বর্তমানে তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এই অভিযাত্রায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই সমস্ত সমস্যা দূর হবে।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ইসকন সিলেট মন্দির প্রাঙ্গনে উত্তিষ্টত জাগ্রত ছাত্র সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ২০১৬ সালকে বিদায় দিয়ে আমরা ২০১৭ সালে প্রবেশ করেছি।  নতুন বছরে সমাজকে মাদকমুক্ত দেশ গড়ার জন্য শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। আমরা যারা অভিভাবক আমাদের সন্তানদেরকে গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশের সহ-সভাপতি ও সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, সিলেট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবজিৎ সিংহ, শাবিপ্রবি আধুনিক ভাষা ইনস্টিউট পরিচালক ড. হিমাদ্র শেখর রায়, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, ইসকন সিলেটের ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র দাস সমর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জীতেন্দ্র নাথ অধিকারী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, মহানগর নাম হট্টের সাবেক সভাপতি আদি অনন্ত দাস প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসকন সিলেটের জাগ্রত ছাত্র সমাজের পরিচালক ডা. রনছোর দ্বরকাদ্বীশ দাস।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ia3kXj

January 04, 2017 at 07:31PM
04 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top