চটিতে বাপুর ছবি, ফের বিতর্কে অ্যামাজন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ বিতর্ক যেন পিছুই ছাড়তে চাইছে না ই-কমার্স সংস্থা অ্যামাজনের। প্রথমে ভারতীয় তিরঙ্গার রংয়ের আদলে ডোরম্যাট। এবার মহাত্মা গান্ধীর ছবি সহ হাওয়াই চপ্পল (স্লিপার) বিক্রি করার অভিযোগ উঠল কানাডার এই সংস্থাটির বিরুদ্ধে। জাতীয় পতাকার পর জাতীয় জনকের ছবি সহ হাওয়াই চপ্পল বিক্রি করায় স্বাভাবিকভাবেই অ্যামাজনের উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। আগেরবার বিদেশমন্ত্রীর হুঁশিয়ারির পর লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলেও নিজের ভুল যে পুরোপুরি শুধরে নিতে পারেনি অ্যামাজন তা এই ঘটনাতেই স্পষ্ট।



from Uttarbanga Sambad http://ift.tt/2itHhdo

January 15, 2017 at 03:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top