ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-২১৫৯ এর বার্ষিক সাধারন সভা গতকাল শনিবার দুপুর ১ টায় দক্ষিন সুরমাস্থ একটি অভিজাত সেন্টারে অনুষ্ঠিত হয়।
মো. দিলু মিয়া সভাপতিত্ব ও প্রচার সম্পাদক মো মানিক মিয়া পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরক পরিবহন শ্রমিক ফেডারেশন ট্রাক সাব কমিটির আহ্বায়ক আব্দুর রহিম বকস দুদু। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর বকস দুদু বলেন, ট্রাকের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য অচিরেই সারা দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার তুলতে হবে। আগামী ১৬ জানুয়ারী ধর্মঘটের মাধ্যমে সকল বন্ধ পাথর কোয়ারি চালু করার আহ্বান জানান। রাজনীতির নামে কিছু পরিবহণ শ্রমিক নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সাইনবোর্ড সর্বস্ব সংগঠন জন্ম দিয়েছে। এদের সাথে ফেডারেশনের কোন সম্পর্ক নেই। রাজনৈতিক শ্রমিক সংগঠন হিসেবে জাতীয় শ্রমিকলীগ করার যেকোন শ্রমিকের অধিকার রয়েছে, কিন্তু বাস, শ্রমিকলীগ, ট্রাক শ্রমিকলীগ, অটোরিক্সা শ্রমিক লীগ এইগুলো করে প্রত্যেক বেসিক ইউনিগুলোকে বিভাজন সৃষ্টির অচেষ্ঠা করছে। ঐক্যবদ্ধভাবে এ অপচেষ্ঠা প্রতিহত করতে হবে। ইউনিয়নের নির্দেশে বাইরে কোন শ্রমিক এ সমস্যা তৈরি করলে তাদের সাথে কোন সম্পর্ক রাখা হবে না বলে হুশিয়ারি প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি সেলিম আহমদ ফলিক, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সাধারন সম্পাদক ও সিলেট জেলা অটোরিক্সা (সি.এ.জি) শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-২১৫৯ এর কার্যকরি সভাপতি সালাম মিয়া, সাধারন সম্পাদক আব্দুর গফুর, সাংগঠনিক সম্পাদক শ্রী নিখিল চন্দ্র দাস, সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি লোকমান আহমদ, সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক মাখন মিয়া প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jAjZEw

January 16, 2017 at 12:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top