মুম্বাই, ০১ জানুয়ারি- তিনি জাতীয় পুরস্কার জেতা অভিনেত্রী। এবার বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত জানালেন যা, তাতে চোখ কপালে উঠে যাবে সকলের। একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন কঙ্গনা। সেখানেই তাঁর কেরিয়ারের শুরুর দিকের কথা ওঠে। কঙ্গনা তখন বলেন, যদি গ্যাংস্টারের প্রস্তাব তাঁর কাছে না আসতো, তাহলে হয়তো তিনি অ্যাডাল্ট ফিল্ম দিয়ে নিজের কেরিয়ার শুরু করতেন! হ্যাঁ, কঙ্গনা বলেছেন, তাঁর তখন বয়স ১৭-১৮ হবে। তিনি না বুঝেই একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বুঝতে পারেন, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। কেমন যেন নীল ছবি নীল ছবি ব্যাপার-স্যাপার। এরপরই তিনি গ্যাংস্টারের প্রস্তাব পান। আর তিনি সেই ছবিটিকে নাকচ করে দেন। বলিউডে দুর্দান্ত অভিষেক হয় কঙ্গনার। আর অ্যাডাল্ট মুভির খপ্পরেও পড়তে হয় না তাঁকে! আর/১৭:১৪/০১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2irmF7i
January 01, 2017 at 11:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top