পদ্মশ্রী পেতে চলেছেন বিরাট-সাক্ষী-দীপা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ প্রজাতন্ত্র দিবসের দিন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যাক্তিদের হাতে পদ্ম সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাশাপাশি, এবার পুরস্কার প্রাপকের তালিকায় মোট সাত জন ক্রীড়াবিদও সুযোগ পেয়েছেন।

যে সাত ক্রীড়াবিদ এবার এই পুরস্কার পেতে চলেছেন তাঁরা হলেন, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, অলিম্পিয়ান সাক্ষী মালিক, জিমনাস্ট দীপা কর্মকার, ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌঢ়া, জাতীয় হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ, ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলের অধিনায়ক শেখর নায়ক এবং প্যারালিম্পিকস সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু।



from Uttarbanga Sambad http://ift.tt/2jeqDPu

January 25, 2017 at 08:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top