শোকস্তব্ধ বলিউড

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ইংরাজি বর্ষবরণের রাতে ইস্তানবুল হামলার ধাক্কা লাগল বলিউডের বুকেও। উত্সবের আনন্দ ম্লান করে আচমকা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩৯ জন। এঁদেরই একজন মুম্বইয়ের খ্যাতনামা প্রযোজক আবিজ রিজভি। একাধিক হিন্দি ছবির প্রযোজক আবিজ পেশায় রিয়েল এস্টেট টাইকুন। ২০১৪ সালে তাঁর শেষ প্রযোজনা ‘টাইগারস অফ সুন্দরবন।’ আবিজের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।  শোকবার্তা পাঠিয়েছেন রবিনা ট্যান্ডন, মধুর ভান্ডারকর, জাভেদ জাফরি, পূজা ভাটের মতো বিশিষ্ট বলি সেলেব।



from Uttarbanga Sambad http://ift.tt/2iLTU84

January 05, 2017 at 08:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top