মৃত্যুঞ্জয়ী ইভা প্রশংসিত পুলিশ

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা শাসনগাছা বিদ্যুৎ অফিসের পিছনে কলাবাগ হাউজিংয়ে কবির আহমেদ এর ভবনে কাজের মেয়ে আহত ইভা ধর্ষকের সাথে লড়াই করে মৃত্যুকে জয় করেছে।

সে তনু আর সালমা নয় সে খাদিজার মত মৃত্যুঞ্জয়ী ইভা। যে ধারালো অস্ত্রের আটটি কোপ খেয়েও ধর্ষকের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে।

এদিকে পুলিশ ইভাকে তাৎক্ষনিকভাবে রক্ত দিয়ে প্রশংসিত হয়েছে। পুলিশ দেখিয়েছে যে পুলিশ আসলেই মানুষের সেবক সে নিজের রক্ত দিয়েও সাধারণ নাগরিকের জীবন বাঁচাতে প্রস্তুত।

সাধারণ মানুষের প্রতি পুলিশের এই আচরণ ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ নাগরিকরা। তাই সাধারণ মানুষ মনে করে ১০ বছর আগে যে পুলিশ ছিল, এখন আর তা নেই। তারা বদলেছে। এখন পুলিশ অনেক দক্ষ, অনেক জনবান্ধব।

কুমিল্লা শাসন গাছা বিদ্যুৎ অফিসের হিসাব রক্ষক শুভ্র ইভা নামের একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ইভাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

গত ১ জানুয়ারী রবিবার সে শাসনগাছা বিদ্যুৎ অফিসের পেছনে কলাবাগ হাউজিং হুমায়ুন আহমেদ এর বাসার ৬ তলার ছাদে এই ঘটনা ঘটায়। সে বরুড়া উপজেলার সুভাস চন্দ্র ভৌমিকের ছেলে।

এদিকে এ ঘটনায় কুমিল্লা পিটিআই ইনস্ট্রাক্টর মো: হারিছুর রহমান বাদী একটি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে সাথে পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন সহ পুলিশের অন্যান্য সদস্যরা ভিকটিম ইভাকে হাসপাতালে দেখার জন্য ছুটে যান।

তার শারীরিক অবস্থার খোজ খবরসহ চিকিৎসার ব্যাপারে কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন ও পুলিশ সদস্যদের নানান দিক নির্দেশনা দেন। পুলিশ সদস্য কনস্টেবল শাহাবুদ্দিন মেয়েটিকে ও পজেটিভ রক্ত দিয়ে সহযোগীতা করায় তাকে ধন্যবাদ জানান।

পুলিশের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে এই জঘণ্য অন্যায়ের সুষ্ঠ বিচারের আশ্বাস দেওয়া হয়। সাথে সাথে কুমিল্লা পিবিআই পুলিশ ও মেয়েটিকে দেখার জন্য হাসপাতালে ছুটে যায়।

এদিকে বাড়ীর মালিক হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শুভ্র আমার বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকে। শুভ্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে তিনি বলেন, শুভ্র বিদ্যুৎ অফিসে চাকুরী করে শুধু এই টুকু জানি। তার কোন তথ্য আমার নিকট নেই। আমি ঢাকা থাকি। আমার দারোয়ান থাকে সে বলতে পারবে। তবে বর্তমানে যে দারোয়ান আছে সে মাত্র মাস দুয়েক হয় এসেছে।

এ ঘটনায় কুমিল্লা জেলার পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন জানান, স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে খবর দিলে আমাদের পুলিশ সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। নৃশংস এই ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।

The post মৃত্যুঞ্জয়ী ইভা প্রশংসিত পুলিশ appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2izqdq7

January 04, 2017 at 04:54PM
04 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top