বিএম মহসিন ● বরুড়ায় বুধবার তিনভাগে উপজেলা ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. কামরুল ইসলাম সমর্থিত নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হাসান রকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আ’লীগ নেতা মফিজুল ইসলাম, পৌরসভা আ’লীগ সভাপতি প্রভাষক মুজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক বাবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন, যুবলীগ নেতা খোরশেদ আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুব আলম, বরুড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বায়েজীদ বোস্তামি, ছাত্রলীগ নেতা আতিক উল্লাহ, মোঃ বায়েজিদ সর্দার, পৌর ছাত্রলীগ সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও ছাত্রলীগের বিগত ৬৮ বছরের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। অন্য দিকে সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী (নজরুল) সমর্থিত উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সারাদেশের ন্যায় আনন্দ মুখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৌর শহরে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জন্মবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ আবদুর রহিম, জেলা সদস্য সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান, কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল সামাদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউল কায়সার, ছাত্রলীগের সাবেক সভাপতি বকতার হোসেন, সাবেক আহবায়ক ইকবাল হোসেন, পৌর যুবলীগের আহবায়ক সাবেক কাউন্সিলর শাহিনুর হোসেন, আ’লীগ নেতা আকতার হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রুবেল হোসেন, ইসমাইল হোসেন, রিপন, আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, বিনয়, তানভীর, সাগর প্রমুখ। বক্তারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহবান জানান। শোভাযাত্রায় ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামীলীগ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বরুড়ায় গতকাল উপজেলা ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা বরুড়া বাজারে বিশাল একটি আনন্দ র্যালি বের করে। পরে থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুব আলম মামুন, বিশেষ অতিথি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম মিয়াজী, সহ সভাপতি লিপন খন্দকার, তোফায়েল আহমেদ, জসিম উদ্দিন শাহিন, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কবির, ডাঃ সাইফুল, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পয়ালগাছা ডিগ্রী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, বরুড়া সরকারি কলেজের ছাত্রলীগ নেতা শরীফ হোসেন, পৌরসভা ছাত্রলীগ নেতা মীর মোস্তফা, মাহবুব, বাবুল, সাদ্দাম, মহিন, ইকবাল, রিয়াদ, জাহাঙ্গীর, মানিক, ইমন, ভাউকসার ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. রুবেল, গালিমপুর ইউপি ছাত্রলীগ সভাপতি মো. শাকিল, সহ সভাপতি জামাল, যুবলীগ নেতা কাজী বিল্লাল, উপজেলা ছাত্রলীগ সদস্য নাজমুল, গালিমপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, আড্ডা কলেজ ছাত্রলীগ নেতা এনায়েত, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা শান্ত, এমরান, তুহিন, মাজহারুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন চৌধুরী।
The post বরুড়ায় তিনভাগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hR2F0A
January 04, 2017 at 08:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন