সোহরাব সুমন ● বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামে জাল দলিল করে জমির প্রকৃত মালিকদের হয়রানীসহ ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছে জমির প্রকৃত মালিক মোসলেম উদ্দিন মনির। এতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে জমির মালিক পক্ষ। বিষয়টি বুড়িচং থানা পুলিশকেও অবহিত করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ভূমির মালিকরা জানান,জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের রজ্জব আলীর ছেলে সের আলী ১৯৯১ সালে পৈত্রিক সুত্রে পাওয়া সাবেক দাগ নং ৮১২ হাল দাগ ১৪৩৫ দাগের ২২ শতাংশ জমির মাঝে ভাই সাফর আলীর কাছে ৬ শতাংশ,সুন্দর আলীর কাছে ১২ শতাংশ এবং একই গ্রামের আত্মীয় সম্পর্কিত দুদ মিয়ার ছেলে মোসলেম উদ্দিন মনিরের কাছে ৪ শতাংশ জমি ২০১১ সালে খতিয়ান মূলে বিক্রয় করে।
পরবর্তীতে জমির মালিকগণ দখল স্বত্ত্ব নিয়ে ভোগ দখল করে আসছিল। মোসলেম উদ্দিন মনির সুন্দর আলী ও সাফর আলীর ১৮ শতাংশ জমি বন্ধক সুত্রে সেখানে মৎস্য চাষ এবং নিজ ৪ শতাংশ জমিতে পোল্ট্রি ফার্ম তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এদিকে ২০১৩ সালে সের আলী মৃত্যুর পর তার ছেলে আলী আজ্জম ২০১৬ সালে পিতার বিক্রিত সম্পত্তির মালিকানা দাবী করে। উল্লেখ্য জীবিতকালে আলী আজ্জম পিতা সের আলীর যোগসাজশে বিক্রিত উল্লেখিত জমির আরেকটি দলিল ১৯৯৮ সালে সম্পন্ন করেন।
এদিকে ২০১৬ সালে আলী আজ্জম পিতার বিক্রিত সম্পত্তির দাবীর পর প্রকৃত মালিকরা প্রতিবাদকরলে স্থানীয় পর্যায়ে বিষয়টির সমাধানের চেষ্টা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। কিন্তু আলী আজ্জম দাবী থেকে সরে না এসে ভূমির প্রকৃত মালিকদের দাবী অস্বীকার করে।
এছাড়াও সে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী এনে প্রকৃত মালিকদের ভয়ভীতি ও হুমকী দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছে প্রকৃত মালিক সুন্দর আলী,সাফর আলী ও মনির। সম্প্রতি আলী আজ্জম উল্লেখিত জমিতে মনির হোসেনের চাষকৃত মাছের পুকুরে সাইনবোর্ড খুলে নিয়ে গেছে। বিষয়টি বুড়িচং থানা পুলিশকেও জানানো হয়েছে।
The post ময়নামতিতে জাল দলিল করে ভূমি দখলের চেষ্টা appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2iHrXdg
January 18, 2017 at 04:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন