আজ কার্শিয়াং-এ উত্তরবঙ্গ উত্সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দার্জিলিংঃ রবিবার কার্শিয়াং-এর গোথেলস মেমোরিয়াল স্কুলের ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরবঙ্গ উত্সবের উদ্‌বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই এই অনুষ্ঠানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই উত্তরবঙ্গ উত্সবের সূচনা করলেন তিনি। এই অনুষ্ঠানে এক গুচ্ছ প্রকল্পের উদ্‌বোধন এবং শিলান্যাসও করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানালেন, পাহাড়ের জন্য আরও তিনটি উন্নয়ন বোর্ড গঠন করা হবে।

এই অনুষ্ঠানে দার্জিলিং পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দিলেন।  তাছাড়াও প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককেই রাজ্য সরকার চাকরি দেওয়া হবে বলে  আশ্বাস দেন তিনি। পাশাপাশি এদিন বিভিন্ন জেলার সাত বিশিষ্ট জনকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মোট ৩৪টি প্রকল্পের উদ্‌বোধনও করলেন মুখ্যমন্ত্রী।

আগামী মাসে আবার কালিম্পং-এ আসবেন বলে তিনি জানান। সম্ভবত মুখ্যমন্ত্রী সেই সফরেই কালিম্পং জেলা হিসাবে কাজ শুরু করবেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2jl2OGq

January 22, 2017 at 04:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top