কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ৫ বছরের নতুন চুক্তি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকার কথা সদ্যই ফিফা বর্ষসেরা খেলোয়াড় ও ব্যালন ডিঅরের পুরস্কার জেতা পর্তুগিজ এই তারকার। কিন্তু ফুটবলের জনপ্রিয় ওয়েব সাইট গোল ডট কম ডন ব্যালন এর বরাদ দিয়ে জানাচ্ছে, এর আগেই রোনালদোকে বিক্রি করে দিতে পারে রিয়াল। গত নভেম্বরে যখন রোনালদোর সঙ্গে নতুন চুক্তি করে রিয়াল, তখন ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই স্পেনিশ ক্লাবেই খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। রোনালদো তখন বলেছিলেন, এই ক্লাব আমার হৃদয়। আমি রিয়াল মাদ্রিদের সভাপতি, ক্লাবকে, আমার সতীর্থ যারা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানাতে চাই। আর রিয়ালে এটিই আমার শেষ চুক্তি নয়, এখানেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই। কিন্তু রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন `২০১৮-১৯ মৌসুমের আগেই এশিয়ার কোন ক্লাবে রোনালদোকে বিক্রি করা হতে পারে। যাতে ক্যারিয়ার শেষ করার আগে বেতন হিসেবে অনেক টাকা উপার্জন করতে পারে।` উল্লেখ্য, ৩১ বছর বয়সী রোনালদোকে নিয়ে গত মৌসুমে ১১ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল। এছাড়া গত বছর নিজ দেশকে ইউরোর শিরোপাও এনে দিয়েছেন রোনালদো। আর/১০:১৪/২০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jxXIYu
January 21, 2017 at 07:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top