উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ প্রচারে গিয়ে ফেঁসে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টির শীর্ষনেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি গোয়ায় অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি ভোটারদের বলেছিলেন, ‘অন্য রাজনৈতিক দলগুলি যদি ভোটারদের টাকা দিতে চায়, তাহলে তাদের তা নিয়ে নেওয়াই উচিত। কিন্তু ভোট যেন তাঁরা দেন আপ-এর প্রার্থীদের।’ এই কথা বলার ‘অপরাধে’ কেজরিওয়ালের বিরুদ্ধে মঙ্গলবার অর্থাত্ ৩১ জানুয়ারির মধ্যেই এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন কমিশন। দিল্লির মুখ্যমন্ত্রী ওই মন্তব্যের মাধ্যমে ঘুষ নিতে প্ররোচিত করেছিলেন বলে কমিশনের অভিযোগ। আমআদমি পার্টির তরফে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভুল। এর বিরুদ্ধে তারা আদালতে যাবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kHUp02
January 29, 2017 at 11:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন