নিজস্ব প্রতিবেদক ● অপহরণের ২২ দিন পর কুমিল্লা নগরীতে অপহৃত মা ও শিশুকে উদ্ধার করেছে কুমিল্লা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
রোববার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রাস্তার পাশ থেকে তাদের উদ্ধার করা হয়। ৮ জানুয়ারী এ অপহরনের ঘটনা ঘটে।
অপহৃত ফাতেমা আক্তার (তানিয়া) ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মোঃ শাহজাহানের মেয়ে। ফাতেমা আক্তার (তানিয়া) তার তিন বছর বয়সী শিশু ছেলে ফাহিদসহ বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের শশুর বাড়ি থেকে অপহরণ হয়।
কুমিল্লা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আপেল মাহমুদ জানান, অপহরণের পর অপহৃত ফাতেমা আক্তারের (তানিয়া) মাতা জুলেখা বেগম বাদি হয়ে ২১ জানুয়ারী শশুর বাড়ির ৪ জনকে আসামিকে করে বুড়িচং থানায় একটি অপহরণ মামলা করে। পরে আদালতের নির্দেশে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। পিবিআই অপহৃতদের উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। রোববার সকালে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রাস্তার পাশ থেকে তাদের উদ্ধার করা হয়। এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
অপহৃত ফাতেমা আক্তার (তানিয়া) জানান, ২০০৪ সালের ৩১ ডিসেম্বর বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের জসিম উদ্দিন মিয়ার ছেলে তোফায়েল আহমেদ রাজিবের সাথে আমার বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে আমাদের সংসারে ৩ জন ছেলে শিশু রয়েছে। বিয়ের পর থেকে ৫ লক্ষ টাকা যৌতুক দেওয়ার জন্য শশুর বাড়ির লোকজন আমার উপর শারিরীক নির্যাতন করে আসছে। চলতি বছরের ৮ জানুয়ারী যৌতুকের টাকার জন্য আমার উপর শারিরীক নির্যাতন করে। পরে আমার আত্মীয়-স্বজন শশুর বাড়িতে আসলে তারা আর নির্যাতন করবে না বলে আমার আত্মীয়-স্বজনকে আশ্বাস দেয়। পরে আমার আত্মীয়-স্বজন চলে যাওয়ার পর শশুর বাড়ির লোকজনের যোগসাজসে ৬/৭ জন লোক এসে আমার ও আমার ৩ বছরের ছেলে ফাহিদকে জোরপূর্বক চোখ বেধেঁ গাড়িতে করে একটি অজ্ঞাত স্থানে একটি মাটির ঘরে নিয়ে রাখে। এই কয়েকদিনে আমি ও আমার ছেলে শিশু ওই মাটির ঘরেই ছিলাম। রবিবার সকালে অপহরণকারিরা আমাদের রাস্তার পাশে ফেলে চলে যায়।
The post কুমিল্লায় ২২ দিন পর অপহৃত মা ও শিশুকে উদ্ধার করেছে পিবিআই appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2kgfUrL
January 29, 2017 at 08:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন