চেন্নাই, ০৬ জানুয়ারি- ভারতের ক্রিকেট পাড়ায় ইংল্যান্ড সিরিজের উত্তাপকে পিছনে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়ার খবর। পক্ষে-বিপক্ষে বিতর্ক রয়েছে। তবে ধোনির স্ত্রী সাক্ষী সিং বলেন, নেতৃত্ব ছাড়ার ঘটনা ক্যাপ্টেন কুলের সফলতার পথকে আটকাতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ধোনির নেতৃত্ব ছাড়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন, এমন কোনো পর্বত নেই যার উচ্চতা তোমাকে আটকাতে পারে। তোমাকে নিয়ে আমি গর্বিত। বুধবার আকস্মিকভাবে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমন খবরে হতভম্ব দর্শক সমর্থকরা। তার ম্যানেজার ও ঘনিষ্ঠ বন্ধু অরুণ পাণ্ডে অবশ্য জানাচ্ছেন, এটা কোন আকস্মিক সিদ্ধান্ত ছিল না। তিনি বলেন, এমন সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। অনেক ভেবেচিন্তেই নেতৃত্ব ছেড়েছেন ধোনি। দলের স্বার্থেই এই সিদ্ধান্ত তার। এর আগে ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যান ধোনি। তখন টেস্টেও নেতৃত্ব দিচ্ছিলেন দলকে। সীমিত ওভারে ভারতকে রঙিন পোশাকে ৭২টি টি-টোয়েন্টি ও ১৯৯ টি ওডিআই ম্যাচে নেতৃত্ব দেয়া ধোনি দলকে জিতিয়েছে ২০০৭ এর টি-টোয়েন্টি কাপ এবং ২০১১ এর বিশ্বকাপ। মাঝে ২০১৩ সালে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। সূত্র: ইন্ডিয়াটুডে আর/১২:১৪/০৬ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hVI0DQ
January 06, 2017 at 07:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন