প্রকৃত শিক্ষাই পারে জাতীকে সঠিক পথে এগিয়ে নিতে —মতিন খসরু

সৌরভ মাহমুদ হারুন ● সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং বাংলাদেশ আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবদুল মতিন খসরু এম.পি বলেছেন যে, শিক্ষার অর্থ হলো আলো, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তাই প্রকৃত শিক্ষাই পারে জাতীকে সঠিক পথে এগিয়ে নিতে। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহন করে সমাজ এবং দেশের সেবা করার জন্য নিজেদেরকে কাজে লাগাতে হবে। তাহলেই আমাদের দেশ যে উদ্দেশ্যে ও লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে তা বাস্তবায়িত হবে। শুক্রবার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর উচ্চ বিদ্যলয়ের বার্ষিক মিলাদ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথাগুলি বলেন।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের ঠিকাদার, সাবেক পিপি এড. মোঃ মজিবুর রহমান, নোয়াখালি সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী মো: আদম আলী, বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মদ, পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভূইয়া। আরো বক্তব্য রাখেন আ’লীগ নেতা ফজলুল হক শহীদ, যুবলীগ নেতা কামাল উদ্দিন ঠিকাদার, অভিভাবক সদস্য সুলতান আহাম্মদ মুন্সী, নূরুল ইসলাম সরদার, মাহাবুবুর রহমান মাসুম, যুবলীগ নেতা এম এ আজাদ, ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, অ্যাড. মোবারক হোসেন, অভিভাবক সদস্য মোঃ খোকন ভূইয়া।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, জসিম মেম্বার, ফরিদ উদ্দিন, মোঃ তপন, বাহারুল ইসলাম জহির মেম্বার, ইউপি ছাত্রলগের সভাপতি মো: নজরুল ইসলাম, সেক্রেটারী কবির হোসেন, সহ-সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, মোঃ হাসান, পিয়াস, শমীম, জসিমসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক মন্ডলি, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

The post প্রকৃত শিক্ষাই পারে জাতীকে সঠিক পথে এগিয়ে নিতে —মতিন খসরু appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2kAWE9w

January 27, 2017 at 08:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top