ওয়েলিংটন, ১৩ জানুয়ারি- বল হাতে বেশ এগিয়েই গেছেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে বারবারই খেই হারাচ্ছেন। এখন পর্যন্ত টেস্টের পাঁচ ইনিংসে তার মোট রান পাঁচ, যেখানে উইকেট নিয়েছেন ১৯টি! সমালোচনার তীরকে তাই আটকানো কঠিন হয়েই উঠেছে ১৯ বছর বয়সী এই অলরাউন্ডারের জন্য। অনূর্ধ্ব-১৯ দল দিয়েই মেহেদির মিরাজ হয়ে ওঠা। সেখানে ছিলেন মূলত ব্যাটিং অলরাউন্ডার। তার নেতৃত্বে যুব বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে বাংলাদেশ দল। অভিজ্ঞ মিরাজ যুব দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন পরপর দুইবার। সবকিছু মিলিয়েই নির্বাচকদের আলোচনায় ছিলেন খুলনার এই ছেলে। গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেন সাদা পোশাকের টেস্টে। এমন বড় পরিসরে নির্বাচকদের আশা রাখতে পেরেছেন মিরাজ। প্রথম টেস্টে নেন সাত উইকেট। পরের ম্যাচেই ১২ উইকেট নিয়ে গড়েছিলেন বিশ্বরেকর্ড। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মিরাজের প্রাপ্তির জায়গাটা বল হাতেই। নির্বাচকরা জানিয়েছেন , মিরাজকে মূলত অফস্পিনার হিসেবেই নেওয়া হয়েছে। তবে সে ব্যাটিংয়েও দলকে সাহায্য করতে পারবে। বাস্তবে সেটা এখন পর্যন্ত করে দেখাতে পারেননি মিরাজ। ইংলিশদের বিপক্ষে দুই টেস্টে করেছেন ৫ রান। শুক্রবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেও সেই পুরনো মিরাজকেই দেখলো সমর্থকরা। ১৩ বল খেলে কোন রান না করতেই নেইল ওয়াগনারের বলে টিম সাউদির কাছে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন। প্রথম তিন ইনিংসের প্রতিবারই এক রান করেছেন মেহেদি হাসান মিরাজ। মাত্র আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা মিরাজকে নিয়ে তাই দুঃশ্চিন্তার জায়গা থাকছেই। নির্বাচকরা অবশ্য বোলিং পারফরম্যান্সে খুশি। কিন্তু মিরাজের ব্যাটিং নিয়ে কী ভাবনা সেটা সাধারণদের এখনও অজানা। জানিয়ে রাখা ভালো, ঘরোয়া ক্রিকেটে মিরাজ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১৪টি। যেখানে তার মোট রান ৫২৯। রয়েছে পাঁচটি হাফসেঞ্চুরি। এছাড়া ২৭ লিস্ট এ ম্যাচে ব্যাট হাতে মিরাজের সংগ্রহ ৪৮১ রান, সঙ্গে দুটি হাফসেঞ্চুরি। আর/১৭:১৪/১৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jDSoS8
January 14, 2017 at 12:00AM
13 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top