কুমিল্লায় মাদক চোরাকারবারিদের হামলায় ২ এএসআই আহত

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় মাদক চোরাকারবারিদের হামলায় পুলিশের দুই এএসআই আহত হয়েছে। বুধবার পুলিশ বাদী হয়ে এ ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আহতরা হলেন- এএসআই সুমন চাকমা ও এএসআই সফিক মিয়া। উপজেলার জাহাপুর উত্তরপাড়া খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের সূত্র জানায়, মুরাদনগর উপজেলার জাহাপুর খেয়াঘাট এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় আলমগীর ও সাইফুলের নেতৃত্বে কিছু মাদক চোরাকারবারি মাদক বেচাকেনার জন্য একত্র হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সুমন চাকমা ও সফিক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক চোরাকারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুইজন এএসআই আহত হয়।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এএসআই সুমন চাকমাকে ভর্তি করা হয়েছে। সফিক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অপরাধে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জাড়িতদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

The post কুমিল্লায় মাদক চোরাকারবারিদের হামলায় ২ এএসআই আহত appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2hQv0US

January 04, 2017 at 04:33PM
04 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top