কুমিল্লার বার্তা ডেস্ক ● ফেসবুকে ঘোষণা দিয়ে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি মৃত্যুর আগে নিজের ফেসবুক প্রোফাইলে ঘোষণা দিয়েছিলেন বলে বন্ধুরা জানিয়েছে। মোহসীনা মেধা নামে ওই ছাত্রীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।
সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার ভোর চারটায় রাজধানীর ফার্মগেটের পূর্ব নাখালপাড়ার একটি বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই বাসায় মোহসীনা মেধা বাবা-মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) এম আমজাদ আলী বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ওই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েছে বলে আমাকে জানিয়েছে।’
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক বলেন, ‘আমরা অফিসিয়ালি এখনো কিছু জানতে পারিনি। তবে বিভাগের কিছু শিক্ষার্থী মেধা নামে এক ছাত্রী পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে বলে আমাকে জানিয়েছে।
আত্মহত্যাকারী শিক্ষার্থীর এক বান্ধবী বলেন, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। আমি তাদের বাসায় গিয়েছিলাম।’ ওর আম্মু বলছিলেন, ‘রাত দুটোর সময় এসে দেখি মেধা মোবাইল টিপছিলো, তিনটার সময় এসেও দেখি মোবাইল টিপতে। তখন আমি বকাবকি করি। পরে রাত চারটার সময় এসে দেখি মৃত। এই টুকু বকাবকিতে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করলো এই কথা বলে ওর মা বিলাপ করছিলেন।
মেধার বন্ধু হাসান জানান, আত্মহত্যার আগে তার ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়ে তার পরপরই একাউন্টটি বন্ধ (ডিঅ্যাক্টিভেট) করে দিয়েছিল।
The post ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2icUsUK
January 11, 2017 at 07:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন