তিতাস প্রতিনিধি ● তিতাসের জিয়ারকান্দি গ্রামে যৌতুক না পেয়ে শশুরবাড়ির লোকজনদের নির্যাতনের কারণে রোববার দুপুরে হাওয়া বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনার পর স্বামী পরিবারের লোকজন বাড়ির পাশে লাশ ফেলে তালা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের আমীর হোসেন পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের চকমখোলা গ্রামের মৃত মোর্শেদ আলীর মেয়ে বিয়ে করে। এরপর বিদেশ যাওয়ার কথা বলে প্রথমে প্রায় দেড় লাখ টাকা নিয়ে সৌদি প্রবাসে চলে যায়। পরবর্তীতে বাড়ি নির্মানের কথা বলে আরো ৮ লাখ টাকা নেয়। এরপরও থেমে থাকেনি শশুরবাড়ির লোকজনেরা। নতুন বাড়ি সাজাতে আসবাবপত্র ক্রয়ের কথা বলে আবারো টাকা দাবী করে। এনিয়ে হাওয়া বেগমকে প্রায়ই নির্যাতন করতো।
রোববার নির্যাতনের এক পর্যায়ে হাওয়া বেগমের মৃত্যু হলে শশুর বাড়ির লোকজন বাড়ির পাশে লাশ ফেলে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বিকেলে তিতাস থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা পরশী বেগম স্থানীয় সংবাদ কর্মীদের জানান, দু’দফায় মেয়ের সুখের কথা চিন্তা করে প্রায় ১০ লাখ টাকা যৌতুক নিয়ে বাড়ি করলেও আমার মেয়ের আশ্রয় হয়নি ওই বাড়িতে। তারা নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলেছে।
সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আলম মোবাইল ফোনে জানান, আমি আমার এক ইউপি সদস্য থেকে ঘটনাটি শুনেছি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখনো কোন মামলা হয়নি। পুলিশ জড়িত সন্দেহে সাঈদ নামের এক যুবককে আটক করেছে।
The post তিতাসে যৌতুক না পেয়ে গৃহবধূ হত্যা; আটক ১ appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jPe01J
January 22, 2017 at 09:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন