ছাত্রছাত্রীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, তাদের খেলাধুলার প্রতিও উৎসাহ থাকবে হবে। কারণ লেখাপড়া যেমন জীবন গঠনে সাহায্য করে তেমনি খেলাধুলা স্বাস্থ্য গঠনে সাহায্য করে।
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও সিলেট সরকারী কলেজের সাবেক জিএস, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা তাওহিদ ফিতরাত হোসেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কমিটির সদস্য ইসমাইল মাহমুদ সুজন এবং ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সানাওর, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী মিরণ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, শিবগঞ্জ বাজার কমিটির সভাপতি মো: মুহিব, ক্রীড়া সংগঠক মো: শফি উল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য কুদরত উল্লাহ আলফি, খালেদুর রহমান ও শিপার আহমদ। সম্পূর্ন অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এলাইছ মিয়া।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jR4dYO
January 23, 2017 at 09:57AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন