কলকাতা, ২২ জানুয়ারি- তিনি ভেবেছিলেন নতুন সরকার এলে পরিস্থিতি পাল্টাবে পশ্চিমবঙ্গের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে আরও বেশি হতাশ বলে জানালেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর আশা ছিল এরাজ্যে হয়ত তাঁর ফেরার পথ সুগম হবে। কিন্তু, বাম সরকারের তুলনায় মমতা সরকার আরও রূঢ় বলে মন্তব্য করেছেন তসলিমা। নয়াদিল্লিতে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। তাঁর মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটব্যাংকের রাজনীতির শিকার। তাঁর প্রতি সব রাজনীতিকের মনোভাব একই রকম বলে মনে করেন তিনি। বিতর্কিত এই লেখিকা স্পষ্ট বলেন, রাজনীতিবিদরা মনে করেন মুসলিমদের সন্তুষ্ট করলেই তাঁরা ভোট পাবেন। আমি সেই ভোটব্যাংকের রাজনীতির শিকার। আর এটা প্রমাণ করে যে, আদতে গণতন্ত্র কতটা দুর্বল যে একজন লেখিকাকে নিষিদ্ধ করে ভোট চাইতে হয়। তসলিমা জানান, কলকাতায় না থাকা সত্ত্বেও তাঁর বই নির্বাসন প্রকাশ করতে দেননি মমতা। এমনকি তসলিমার লেখা স্ক্রিপ্টে তৈরি একটি সিরিয়ালও বন্ধ করে দেওয়া হয়। তাঁকে রাজ্যে ঢুকতেও নিষেধ করা হয়েছে বলে জানান তিনি। ১৯৯৪ সাল থেকে নির্বাসনে রয়েছেন তসলিমা। দীর্ঘদিন ইউরোপে থাকার পর ২০০৪ সালে ফের ভারতে ফিরে এসে কলকাতায় থাকা শুরু করেন তসলিমা। কিন্তু ২০০৭ সালে মুসলিম ধর্মগুরুদের প্রতিবাদের মুখে ফের কলকাতা ছাড়তে হয় লেখিকাকে। তারপর সেখান থেকে তিনি বেশ কয়েক বছর সুইডেনে কাটিয়ে ভারতে ফিরে এসে নয়াদিল্লিতে কোনও এক অজ্ঞাত জায়গায় আপাতত রয়েছেন। কলকাতায় ফেরার জন্য মমতাকে চিঠি লিখেও কোনও লাভ হয়নি। মুখ্যমন্ত্রী কোনও উত্তর দেননি বলে জানান তিনি। হতাশার সুরে তসলিমা বলেন, আর কোনও আশা দেখছেন না তিনি। বাম সরকারের মতই ব্যবহার পেলেন এই সরকারের কাছ থেকে। আর/১৭:১৪/২২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iQtjrb
January 22, 2017 at 11:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top