বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে স্বামী পরিত্যক্তা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ঐ মহিলা বাদি হয়ে ৫জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৩ তাং- ৯/০১/১৭ইং।
অভিযুক্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ছিক্কাগাঁও (ছিক্কা) গ্রামের নোয়াব আলীর ছেলে তাজ উদ্দিন (২৮), একই গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে দিলু মিয়া (৪০), মৃত মিয়াধন আলীর ছেলে অসিদ আলী (৫৫), নোয়াব আলীর মেয়ে শিল্পী বেগম (৩৫) ও মৃত সুরুজ আলীর ছেলে শুক্কুর আলী।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, প্রায় ১০ বছর ধরে তার মেয়েকে নিয়ে স্বামী নিখোঁজ রয়েছেন। স্বামী ও মেয়ের কোন সন্ধান না পেয়ে তিনি ছিক্কাগাঁও গ্রামে তার পিতার বাড়িতে আশ্রয় নেন এবং তার পিতা অসুস্থ্য ও ভাই মানষিক রোগী হওয়ায় তিনি নিরুপায় হয়ে বিশ্বনাথ বাজারে টেইলারিং এর কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ৮টায় তিনি মাছ তরকারী ধোয়ার জন্য পুকুর ঘাটে গেলে বিবাদী তাজ উদ্দিন তার মুখে চাপা দিয়ে জোরপূর্বক পুকুর পাড়ের পাশে বাঁশ ঝাড়ের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সাথে সাথে বিষয়টি ২ নং বিবাদীসহ অন্যান্য বিবাদীগণকে জানাইয়া বিচার প্রার্থী হলে তাহারা বাদিকে মারপিট করে ঘরের মধ্যে বন্ধি করে রাখে এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য বলে ভয় দেখায়। ২দিন আটকে থাকার পর কৌশলে তিনি পালিয়ে আসেন এবং আইনের আশ্রয় গ্রহন করেন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি হন। এরপর গত ২৬ ডিসেম্বর ওসিসি থকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) কে লিখিত ভাবে (স্মারক নং ৫৯২) অনুরুধ জানানো হয়। এরপর গত ৯ জানুয়ারী অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, তদন্তকাজ চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jQvuKn
January 23, 2017 at 08:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.