সাস্কাতুন, ০২ জানুয়ারি- কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের সাস্কাতুনে বিকাশের (বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচেওয়ান) বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভার পর যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে বিজয় দিবসও উদ্যাপন করা হয়। স্থানীয় বেথলেহেম কলেজিয়েটের মিলনায়তনে ১৭ ডিসেম্বর শনিবার সাধারণ সভার পর বিজয় দিবস উদ্যাপিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিকাশের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটির সদস্যরা বিকাশের এক বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেন। বিকাশ গত এক বছরে বাংলাদেশের সকল জাতীয় দিবস ও উৎসব উদ্যাপন ছাড়াও ফোক ফেস্টসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া বিকাশের আমন্ত্রণে কানাডার বাংলাদেশ হাইকমিশন সাস্কাতুনে কনস্যুলার সেবা প্রদান করে। বহুদিন ধরেই বিকাশ এই কনস্যুলার সেবার জন্য চেষ্টা করে যাচ্ছিল। এবারে বাংলাদেশ হাইকমিশন সাস্কাতুনে প্রায় পাঁচ শ বাংলাদেশিকে এই সেবা প্রদান করে। সভায় বিকাশের অন্তর্বর্তী নির্বাচনে নির্বাচিত চারজন নতুন কার্যকরী সদস্যের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া আগামী দুই বছরের জন্য দুজন নির্বাচন কমিশনার নির্বাচন করা হয়। এরপর শুরু হয় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। বিকাশের সংস্কৃতি বিষয়ক সহসভাপতি শহিদুল খান ও সম্পাদক গুরু প্রসাদ হোম চৌধুরীর তত্ত্বাবধানে দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় বাংলা স্কুলের শিক্ষার্থী ও বিকাশের নিয়মিত শিল্পীরা দলীয় সংগীত, একক সংগীত, নাচ ও আবৃতি পরিবেশন করেন। সবশেষে বাসুসের (বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব সাস্কাচেওয়ান) শিক্ষার্থীরা ঐকতান নামের একটি নাটক পরিবেশন করেন। ঐকতান নাটকটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের ওপরে নির্মিত। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে বিপুলসংখ্যক প্রবাসী বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে দেশীয় মুখরোচক বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হয়। প্রচণ্ড ঠান্ডার শহর সাস্কাতুনের বেথলেহেম কলেজিয়েটের মিলনায়তন সেদিন লাল সবুজের মিলনমেলায় পরিণত হয়। আর/১০:১৪/০২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hKWY2Y
January 03, 2017 at 05:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন