নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা জেলার বাঙ্গরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে প্রতিবেদন দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বৃহস্পতিবার এফিডেভিড আকারে হাইকোর্টে দাখিল করা পুলিশ প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় এজাহারে নাম থাকা পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ভুক্তভোগীর জবানবন্দিতে এসেছে ধর্ষণ নয়, শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।
পুলিশের দাখিলকৃত প্রতিবেদনটি আগামী ২১ জানুয়ারি সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ‘কুমিল্লার বাঙ্গরা : বোনকে ধর্ষণ ভাইকে কোপ থানায় সালিশ’ এমন শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান আদালতের নজরে আনেন। প্রতিবেদন আমলে নিয়ে ঘটনায় অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ।
একইসঙ্গে ধর্ষণের মতো আপোষ অযোগ্য অভিযোগ সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ কেন বে-আইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। গ্রেফতার বিষয়ে অগ্রগতি আগামী ১৯ জানুয়ারির মধ্যে জানাতে কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে জানাতে বলা হয়। সে অনুযায়ী আজ এই পুলিশ প্রতিবেদনটি জমা দেওয়া হয়। আদালত সেদিনই এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন।
পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বোনকে ধর্ষণের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়েছে বখাটে যুবক। পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ গত ছয় দিনেও কোনো ব্যবস্থা নেয়নি। শনিবার কুমিল্লার বাঙ্গরা থানায় এ নিয়ে সালিস বসার কথা রয়েছে। আইন অনুযায়ী এ ধরনের ঘটনা সালিসে মীমাংসা করা যায় না।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৩ ডিসেম্বর গ্রামের পাশে একটি ব্রিকস ফিল্ডে এক প্রতিবন্ধী নারীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে প্রতিবেশী নজরুল (৩০)নামে এক লম্পট প্রতিবেশি। সে ওই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে। এ সময় স্থানীয় কয়েক যুবক বখাটে নজরুলকে হাতেনাতে ধরে, কিন্তু প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারেনি।
The post ‘কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ নয় শ্লীলতাহানি’ appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jOsY58
January 19, 2017 at 03:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন