কুমিল্লায় ধর্ষণের আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় ধর্ষণের প্রতিবাদ করায় ভাইকে কোপানোর ঘটনায় থানায় করা অভিযোগ ৪৮ ঘণ্টার মধ্যে এজাহার হিসেবে গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

দুই দিন আগের ওই ঘটনার খবর পত্রিকায় আসার প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ সোমবার স্বতঃপ্রণোদিত এই আদেশ ও রুল জারি করে।

আসামিকে গ্রেপ্তারের নির্দেশনা বাস্তবায়নে কতটা অগ্রগতি হল তা ১৯ জানুয়ারি আদালতকে জানাতে বলা হয়েছে কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে।

‘কুমিল্লার বাঙ্গরা: বোনকে ধর্ষণ ভাইকে কোপ থানায় সালিস’ শিরোনামে গত ৭ জানুয়ারি কালের কণ্ঠে প্রকাশিত ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান।

পরে সাংবাদিকদের তিনি বলেন, একটি প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে এখানে যা আপসযোগ্য নয়। তারপরও ওই ঘটনায় সালিসের উদ্যোগ নেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েই আদালত রুল দিয়েছে।

কালের কণ্ঠের ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৩ ডিসেম্বর বাঙ্গরার শ্রীকাইল ইউনিয়নের একটি গ্রামে এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে তারই প্রতিবেশী নজরুল নামের ৩০ বছর বয়সী এক যুবক। স্থানীয় কয়েকজন সেদিন নজরুলকে হাতেনাতে ধরলেও প্রভাবশালীর ছেলে হওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

মেয়েটির ভাই পরদিন নজরুলের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানালে তাকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। মেয়েটির মা সব ঘটনা জানিয়ে ১ জানুয়ারি বাঙ্গরা থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার না করে থানায় সালিস করে বিষয়টি মিটিয়ে ফেলার উদ‌্যোগ নেয় বলে পত্রিকাটির খবর।

The post কুমিল্লায় ধর্ষণের আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ হাই কোর্টের appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2iYF4Lx

January 09, 2017 at 02:06PM
09 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top