বাগডোগরার সঙ্গে আকাশপথে জুড়ছে মুম্বই ও হায়দরাবাদ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ বাগডোগরার সঙ্গে সরাসরি জুড়ছে মুম্বই এবং হায়দরাবাদ। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরের কর্তা রাকেশ সহায় এই খবর জানিয়েছেন। জানা গিয়েছে, মুম্বই ও বাগডোগরার মধ্যে জেট এয়ারলাইন্স এবং বাগডোগরা এবং হায়দরাবাদের মধ্যে চলবে গো এয়ারের বিমান। মুম্বই ও বাগডোগরার মধ্যে জেটের বিমান চলবে প্রতিদিনই। মুম্বই থেকে বিমান বাগডোগরায় এসে পৌঁছাবে দুপুর ১ টায় এবং বাগডোগরা থেকে সেটি ১৪০ মিনিটে রওনা দেবে মুম্বইয়ের উদ্দেশ্যে।

অন্যদিকে, গো এয়ারের বিমান হায়দরাবাদ থেকে এসে বাগডোগরায় নামবে সকাল ১১.৩০ মিনিটে। এরপর সেটি গুয়াহাটি হয়ে হায়দরাবাদ উড়ে যাবে।

নতুন উড়ানগুলি চালু হলে বাগডোগরা থেকে বিভিন্ন রুটে যাওয়া বিমানের সংখ্যাও বাড়বে। জানা গিয়েছে, আগামী চার-পাঁচ মাসের মধ্যেই এয়ার এশিয়ারও বিমান বাগডোগরা থেকে দিল্লি যাবে। সূত্রের খবর, এখন গড়ে ১৩ থেকে ১৬টি বিমোন আসা-যাওয়া করে। আগামী আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে তিরিশের কাছাকাছি। এছাড়া বাগডোগরা থেকে যাত্রীর সংখ্যা বেড়েছে আগের তুলনায় ৩০ শতাংশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2iSuouF

January 14, 2017 at 01:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top