উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ চোখ বন্ধ করে ভাবুন তো আপনি এমন একটি জায়গায় চলে গিয়েছেন, যেখানে আপনাকে বিনামূল্যে উপহার হিসাবে দেওয়া হচ্ছে একটি আস্ত বাড়ি! এবার নিশ্চই ভাবছেন সত্যিই যদি এমনটা হত! মন খারাপ করার কিছুই নেই। সোজা চলে যান ইতালির সিসিলিতে। সেখানে গনজি নামে একটি শহর আছে। সেখানে গেলেই মিলবে মিনামূল্যে বাড়ি। অবাক হচ্ছেন তো? তাহলে জেনেই নেওয়া যাক বিষয়টি ঠিক কি!
খবর নিয়ে জানা গেল, ১৮৯২ থেকে ১৯২৪ সালের মধ্যে ওই শহরের বাসিন্দারা দলে দলে আমেরিকায় চলে গিয়েছিলেন। এরপর ২০১০ পর্যন্ত ফাঁকাই পড়ে ছিল শহরটি। ফলে ভগ্নস্তূপে পরিণত হয়েছিল সমস্ত ঘরবাড়ি। দীর্ঘদিন শহরটি ছিল জনশূন্য অবস্থায়। এরপর স্থানীয় প্রশাসন শহরে প্রাণ ফেরানোর উদ্যোগ নেয়। প্রথমেই সারিয়ে ফেলা হয় ভগ্নপ্রায় বাড়িগুলি। এরপর সেই দেশের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বাড়ি দেবার লোভনীয় অফার দেওয়া হয়। বলাবাহুল্য, শহর পুনর্নিমাণের উদ্দেশ্যেই এই অফার।
from Uttarbanga Sambad http://ift.tt/2jew6JU
January 13, 2017 at 06:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন