নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় রিয়া এয়ার ইন্টারন্যাশনাল ও তানজির ইন্টারন্যাশনাল নামের ট্রাভেল এজেন্সির মালিক মো. আবু তাহেরকে প্রতারণার দায়ে ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার কুমিল্লার জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলি এ রায় দেন। মামলার আইনজীবী অ্যাড. কামরুজ্জামান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু তাহের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার টুয়া গ্রামের আরিফুর রহমানকে পোল্যান্ড নেয়ার কথা বলে ৪ লাখ টাকা নেন।
এরপর ৩ বছর ঘোরানোর পরও তাকে পোল্যান্ড নেয়নি এবং টাকা ফেরত দেয়া হয়নি। এতে আরিফুর রহমান ২০১৩ সালে কুমিল্লার আদালতে আবু তাহেরের বিরুদ্ধে মামলা করেন। রোববার আদালত আসামির অনুপস্থিতিতে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
The post রিয়া ট্রাভেল এজেন্সি মালিকের ৫ বছর কারাদণ্ড appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2i4yCmh
January 09, 2017 at 10:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন