মুরাদনগরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

মুরাদনগর প্রতিনিধি ● মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে একশ পিছ ইয়াবাসহ অনি (১৯) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার রোয়াচালা গ্রাম অভিযান চালিয়ে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত ব্যবসায়ী আনিছুর রহমান অনি উপজেলার রোয়াচালা গ্রামের মকতুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, একটি মাদকের চালান রোয়াচালা পূর্ব পাড়া মাসজিদ সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংঙ্গরা বাজার থানার এএসআই মিশন চৌধুরীরর নেতৃত্বে একদল পুলিশ রোয়াচালা মসজিদেও পাশের কার্লভাটে অভিযান চালিয়ে অনিকে আটক কওে দেহ তল্লাসী কওে এক শত পিছ ইয়াবা উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মমলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

The post মুরাদনগরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2iTy3rT

January 14, 2017 at 09:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top