নিউ লাইফ সিকিউরিটি কোম্পানীর ফিতা কেটে শুভ উদ্বোধন

সিলেট নগরীর সোবহানীঘাটস্থ এলাকায় নিউ লাইফ সিকিউরিটি কোম্পানী লি. এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। কোম্পানীর ভাইস চেয়ারম্যান মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, মানুষের জান মালের নিরাপত্তা দিতে প্রহরী হিসেবে রাতভর যারা এ কাজ করে তাদেরকে সব সময় কর্তৃপক্ষ কর্তৃক উৎসাহ যোগান দিতে হবে। কেননা তাদের এই কষ্টের নিরাপত্তার কারনে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান নিরাপদে থাকে। তারই পাশাপাশি এ ধরণের সিকিউরিটি কোম্পানীগুলোর সেবার মাধ্যমে বেকারত্ব দূর হচ্ছে দরিদ্র মানুষগুলোর। এ জন্য নিরাপত্তা প্রহরীদেরও দায়িত্ব যাতে নিজের কর্মস্থল নিরাপদে এবং ভালো থাকে সেদিকে মহৎ উদ্দেশ্যে নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তাছাড়া জনগণের যাতে কোন প্রকার ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখে কাজ করে যেতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়ছল মাহমুদ, মোগলাবাজার থানার সহকারি পুলিশ কমিশনার মাহফুজ্জামান সরকার, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ব্যবসায়ী ফারুক আহমদ, হারুনুর রশিদ, কোম্পানীর পরিচালক হেলাল মিয়া, জেনারেল ম্যানেজার মো. ইকবাল হোসেন, ক্যাশিয়ার শাহিনুর আলম, সার্জেন্ট (অব:) আতিকুর রহমান, সার্জেন্ট (অব:)শাহিদ আহমদ, নায়েক (অব:) পুলিশ সামছুজ্জামান প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iGCXLr

January 17, 2017 at 12:17PM
17 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top