বার্সেলোনা দলের সেরা তারকা মেসির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে পদ হারালেন বার্সেলোনার ডিরেক্টর পিয়ের গ্রাটাকস। তিনি যে কত বড় মারাত্মক ভুল করেছেন তা এখন বেশ ভালোভাবেই টের পাচ্ছেন। গ্রাটাকস প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মেসির। তিনি বলেছিলেন, বার্সিলোনায় সতীর্থদের সাহায্য পান বলেই মেসি ক্লাবে এত উজ্জ্বল। এ রকম মন্তব্য করার পর গ্রাটাকসকে সরিয়ে দেয় বার্সেলোনা কর্তৃপক্ষ। ক্যাম্প ন্যু তে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন গ্রাটাকস। বার্সেলোনার লা মেসিয়া একাডেমির শিক্ষার্থীদের অনুশীলন এবং পড়াশোনার দিকটি দেখাশোনা করতেন তিনি। কোপা ডেল রে এর ড্র অনুষ্ঠানে এসে গ্রাটাকস পরিস্কার বলে দেন, কেউ ভাববেন না যে শুধু মেসির জন্যই বার্সেলোনা আজ এই জায়গায়! মেসি দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা বা জেরার্ড পিকেদের ছাড়া মেসিকে এত ঝকঝকে লাগত না। আর/১৭:১৪/১৪ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2inKPmp
January 15, 2017 at 12:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন