ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, পুরাতন মালাদাঃ ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম বাহাদুর শেখ (২২)। বাড়ি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের রহমতনগরে। গত ১৯ জানুয়ারি এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। গত রবিবার রাতে বাহাদুরের কফিনবন্দি দেহ এলাকায় এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে ওই গ্রামে।

জানা গিয়েছে, গত ১৯ জানুয়ারি সকালে তিনি ট্রাকে চেপে টাওয়ারের সামগ্রী নিয়ে কর্মক্ষেত্রে আসছিলেন। অসতর্কতাবশত সেই সামগ্রী ট্রাক থেকে পড়ে যায়। ট্রাক থামিয়ে বাহাদুর সেই সামগ্রী রাস্তা থেকে তুলছিলেন।  ঘটনাচক্রে সেই সময় একটি বাস তাঁকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।



from Uttarbanga Sambad http://ift.tt/2jMZEfF

January 24, 2017 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top