ওয়েলিংটন, ১৫ জানুয়ারি- ৫৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে দুই ওপেনার ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেন। গড়েন ৪৬ রানের জুটি। কিন্তু সে জুটি আর স্থায়ী হতে পারেনি ইমরুলের ইনজুরিতে। ১২তম ওভারের ৫ম বলে রান নিতে গিয়ে গিয়ে পেশীতে চোট পান ইমরুল কায়েস। এরপর আর উঠে দাড়াতে পারেননি তিনি। ব্যক্তিগত ২৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ইমরুল। ইমরুলের বিদায়ের পর টিকে থাকতে পারেনি তামিমও। পরের ওভারেই মিচেল স্যান্টনারের বলে বোল্ড হন তামিম। মাঠ ছাড়ার আগে ৪৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন দেশসেরা এ ওপেনার। এদিকে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা রোবিবার ভোর সাড়ে তিনটায় শুরু হয়। গতকাল ২৯২ করা নিউজিল্যান্ড আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ৫৩৯ রানে অলআউট হয়। ফলে দ্বিতীয় ইনিংসে মাঠে নামার আগে ৫৬ রানের লিড পায় বাংলাদেশ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jS7A1W
January 15, 2017 at 06:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top