বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু

মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার প্রতিনিধিঃ
সারাদেশের মতো পর্যটন জেলা মৌলভীবাজারেও শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-১৭। আজ সোমবার (৯ জানুয়ারী) স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা শুরু হয়। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা ক্যালেক্টর ভবনের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশুক মাদক রায়, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: ফারুক আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক এমপি হোসনে আরা ওয়াহিদ, জেলা তথ্য অফিসার ইমরানুল হাসান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান বাবুল প্রমূখ। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উন্নয়ন দফতরের ৭০টিরও অধিক স্টল বসেছে। স্টলগুলোতে তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iVD8Th

January 09, 2017 at 08:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top