‘ভারত আমেরিকার প্রকৃত বন্ধু’ বললেন ট্রাম্প

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ মঙ্গলবার ভারতীয় সময় রাত ১১.৩০ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সদ্য শপথগ্রহণ করা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনের মাধ্যমে বার্তালাপ করেন। উভয় রাষ্ট্রনেতাই পরস্পর পরস্পরকে আমন্ত্রণ জানান। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন বিশ্বজুড়ে বিভিন্ন চ্যালেঞ্জের সাপেক্ষে ভারত আমেরিকার প্রকৃত বন্ধু এবং অংশীদার। চলতি বছরের শেষে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকায়।

প্রধানমন্ত্রী আজ সকালে একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন তিনিও ইউএস প্রেসিডেন্টকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন।

এদিন উভয়পক্ষের মধ্যে অর্থনীতি, প্রতিরক্ষা এবং দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হয়েছে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-মধ্য এশিয়ায় নিরাপত্তা এবং বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নিয়েও আলোচনা হয় এদিন। ভারত ও আমেরিকায় বসবাসকারী প্রবাসীদের নিয়েও যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি এমন তালিকায় পড়েন যিনি নভেম্বরে নির্বাচন জেতার পর পরই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা জানান। একইসঙ্গে তিনি পঞ্চমতম নেতা যার সঙ্গে শপথগ্রহণের পর ট্রাম্প কথা বললেন। এছাড়া অনেকবারই ভারতের প্রধানমন্ত্রী টুইটবার্তায় জনিয়েছেন তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে যথেষ্ট আগ্রহী।



from Uttarbanga Sambad http://ift.tt/2krRRTx

January 25, 2017 at 02:18PM
25 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top