মুম্বাই, ১৫ জানুয়ারি- গতকাল মুম্বাইয়ে বসল ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে বলা হয় ভারতের অস্কার। গত ৬১ বছর ধরে এই পুরস্কার প্রদানের প্রথা চলছে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে। সবসময় এই আসরে নিরপেক্ষভাবে শিল্পীদের সম্মানিত করা হয়ে থাকে। ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস উপলক্ষ্যে গতকাল ১৪ জানুয়ারি মুম্বাইয়ে বসেছিল তারকাদের মেলা৷ সেরা অভিনেত্রী আলিয়া ভাট। দঙ্গল সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আমির খান৷ সেরা অভিনেত্রীর সম্মান পেলেন আলিয়া ভাট, উড়তা পাঞ্জাব ছবিতে এক বিহারি মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য৷ নীরজা-র জন্য সোনম কাপুর সমালোচকদের কাছ থেকে সেরা অভিনেত্রীর পদবী জিতে নিয়েছেন। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা শহীদ কাপুর ও মনোজ বাজপেয়ী৷ যথাক্রমে উড়তা পাঞ্জাব ও আলিগড় সিনেমার জন্য৷ সেরা অভিনেতা আমির খান (দঙ্গল), অভিনেত্রী আলিয়া (উড়তা পাঞ্জাব)। নীরজা ও কাপুর অ্যান্ড সন্স এই দুটি সিনেমাই বিভিন্ন বিভাগে পাঁচটি করে পুরস্কার জিতে নিয়েছে৷ পিঙ্ক সিনেমায় সেরা ডায়লগের জন্য পুরস্কৃত হয়েছেন রীতেশ শাহ৷ অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় সেরা মিউজিক অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছেন প্রীতম৷ ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় গান গেয়ে সেরা গায়কের পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং৷ সুলতান-এ গান গেয়ে সেরা নারী গায়িকার খেতাব পেয়েছেন নেহা ভাসিন৷ সেরা সিনেমার পুরস্কারে মনোনীত সিনেমা। গতকাল ১৪ জানুয়ারি রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় বলিউডের বড় আয়োজন ফিল্মফেয়ারের ৬২তম আসর। এবারের আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও করণ জোহর। এক নজরে দেখে নিন ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা তারকাদের তালিকা - সেরা অভিনেতা : আমির খান (দঙ্গল) সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব) সেরা চলচ্চিত্র : দঙ্গল সেরা পরিচালক : নিতেশ তিওয়ারি (দঙ্গল) সেরা চলচ্চিত্র (সমালোচনা) : নিরজা সেরা অভিনেতা (সমালোচনা) : শহীদ কাপুর (উড়তা পাঞ্জাব) এবং মনোজ বাজপেয়ি (আলিগড়) সেরা অভিনেত্রী (সমালোচনা) : সোনম কাপুর (নিরজা) সেরা পরিচালক (নবাগত) : অশ্বিনী আইয়ার তিওয়ারি (নিল বাত্তে সান্নাটা) সেরা অভিনেতা (নবাগত) : দিলজিত দোসাঞ্জ (উড়তা পাঞ্জাব) সেরা অভিনেত্রী (নবাগত) : রিতিকা সিং (সালা খারুস) সেরা সংলাপ : রিতেশ শাহ (পিংক) জনপ্রিয় ও সমালোচকদের বিচারে সেরা সিনেমা। সেরা চিত্রনাট্য : শকুন বাত্রা ও আয়েশা দেভিত্রে ঢিলন (কাপুর অ্যান্ড সন্স) সেরা গল্প : শকুন বাত্রা ও আয়েশা দেভিত্রে ঢিলন (কাপুর অ্যান্ড সন্স) সেরা পার্শ্ব অভিনেতা : ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সন্স) সেরা পার্শ্ব অভিনেত্রী : শাবানা আজমী (নিরজা) ফিল্মফেয়ার আজীবন সম্মাননা: শত্রুঘ্ন সিনহা সেরা মিউজিক অ্যালবাম : প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল) সেরা গীতিকার : অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল) সেরা গায়ক : অরিজিৎ সিং (অ্যায় দিল হ্যায় মুশকিল) সেরা গায়িকা : নেহা ভাসিন (জাগ ঘুমেয়া, সুলতান) সূত্র- টাইম অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস আর/১২:১৪/১৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2je4guT
January 16, 2017 at 06:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top