সৌদিতে কুমিল্লার তিন যুবককে অপহরণ; ১২ লাখ টাকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক ● সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত কুমিল্লার তিন যুবককে দুর্বৃত্তরা কৌশলে অপহরণ করে দেশে থাকা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি সৌদি প্রবাসী ও দেশে তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ক্ষতিগ্রস্ত ওই তিন যুবক হল- কুমিল্লার বরুড়ার মাসুদ ও বুড়িচংয়ের আনোয়ার ও সদর উপজেলার আরমান।

যুবকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার বরুড়ার খোশবাস ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মাসুদ (৩২) ২০০৫ সালে রিয়াদে যান। সেখানে তিনি ডিশ লাইনের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত ৮ জানুয়ারি সৌদি সময় রাত ১২টায় তার কর্মস্থলে গাড়ি নিয়ে আসে তিন যুবক। ডিশ লাইনের সমস্যার কথা বলে তারা মাসুদকে গাড়িতে তুলে নেয়। একপর্যায়ে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে চোখ ও হাত-পা বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ১০ জানুয়ারি দুর্বৃত্তরা মাসুদের বড় ভাই খোরশেদ আলমকে ফোনে জানায়, ভিসা সংক্রান্ত কাজে মাসুদের কাছ থেকে তারা সাড়ে ৫ লাখ টাকা পাবে। টাকা না দিলে তার ক্ষতি হবে। এ কথা শুনে তারা ২০টি বিকাশ এজেন্ট ও পার্সোনাল নম্বরে ৫ লাখ ১৫ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে দুর্বৃত্তরা মাসুদকে চোঁখ বেঁধে রিয়াদের একটি মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। মাসুদের ভাই খোরশেদ ও ভাতিজা সুমন জানান, মাসুদ মুক্তি লাভের পর তাদের জানিয়েছে, তিন লোক তাকে অপহরণ করেছিল তারা ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলছে।

একইভাবে ডিশ লাইনের ত্রুটি মেরামতের কথা বলে রিয়াদের সোলাই নামকস্থান থেকে ১৪ জানুয়ারি রাত ১২টায় অপহরণ করা হয় কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের আবুল কাসেমের ছেলে আনোয়ারকে (৩০)। তার মা ময়ফলের নেছা জানান, প্রায় দেড় বছর আগে তার ছেলে ডিশের কাজ করতে রিয়াদে যায়। ১৪ জানুয়ারি অপহরণকারীরা গাড়িতে উঠিয়ে তার চোঁখ ও হাত-পা বেঁধে ফেলে। তিনি জানান, অনোয়ারকে অপহরণ করে প্রায় দু’ঘণ্টা গাড়ি চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃৃত্তরা। এরপর তিনদিন হাত-পা বেঁধে নির্যাতন করে টাকা পাঠাতে বলে। পরে তিনি বাড়ি বন্ধক রেখে দেড় লাখ টাকা দুর্বৃত্তদের কাছে বিকাশের মাধ্যমে পাঠান। পর দিন ১৮ জানুয়ারি রাতে রিয়াদের একটি স্থানে আনোয়ারকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এছাড়াও গত ১০ জানুয়ারি কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের আটেহরা গ্রামের সৌদি প্রবাসী আরমান মান্নানকেও একইভাবে দুর্বৃত্তরা অপহরণ করে। পরে দেশে পরিবারের কাছে দুর্বৃত্তরা আরমান মান্নানকে নির্যাতন করে প্রাণনাশের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।

The post সৌদিতে কুমিল্লার তিন যুবককে অপহরণ; ১২ লাখ টাকায় মুক্তি appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2jeRzSx

January 23, 2017 at 09:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top