অটোয়া, ১৯ জানুয়ারি- কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান বলেছেন, কানাডায় শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। ক্রমবর্ধমান কমিউনিটিকেও বাংলাদেশি শিক্ষার্থীদের পেছন থেকে কাজ করতে হবে শ্রেষ্ঠত্ব এনে দেওয়ার লক্ষ্যে। ১৪ জানুয়ারি কানাডার রাজধানী অটোয়ার ব্রুক কমিউনিটি সেন্টার হলে এলাইভ এডুকেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন এলাইভ এডুকেশন ডের অধ্যক্ষ মঞ্জুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কানাডার এমপি এন্ড্রু লেজলি, এমপি চন্দ্রা আরজ্র, এন ইউ আহম্মেদ, কে কিসকিনিন প্রমুখ। গত শনিবার কানাডার রাজধানী অটোয়ায় এলাইভ এডুকেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। সঞ্চালনায় ছিলেন কারিনা দত্ত কর্মকার। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী এবং বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jNRzqA
January 19, 2017 at 05:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top